আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে গমের বাজার। চাহিদা বৃদ্ধির সম্ভাবনায় পণ্যটির বাজার গরম হচ্ছে।

গতকালও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দাম বেড়েছে। এ নিয়ে টানা তৃতীয় অধিবেশন পণ্যটির দাম বাড়ল। একই প্রবণতা দেখা গেছে ভুট্টা ও সয়াবিনের বাজারেও। খবর রয়টার্স।

সিবিওটিতে গমের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি বুশেলপ্রতি ৫ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়। আগের দিন পণ্যটির দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল। চলতি সপ্তাহে এ পর্যন্ত পণ্যটির দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ভুট্টার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি বুশেলপ্রতি ৩ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। এ নিয়ে টানা তৃতীয় অধিবেশন পণ্যটির দাম বেড়েছে। আগের দিন পণ্যটির দাম ১ শতাংশের বেশি বেড়েছিল। এতে ১ দশমিক ৩ শতাংশ দরবৃদ্ধিতে পণ্যটি সপ্তাহ পার করবে বলে আশা করা হচ্ছে।

সিবিওটিতে সয়াবিনের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি বুশেলপ্রতি ৯ দশমিক ১৩ ডলারে লেনদেন হয়। মূলত ব্রাজিল ও আর্জেন্টিনায় বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কায় পণ্যটির দাম বাড়ছে। চলতি সপ্তাহে এ পর্যন্ত পণ্যটির দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

গত বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ জানিয়েছে, গত সপ্তাহে ঝড় ও বৃষ্টির কারণে আর্জেন্টিনায় সয়াবিন আবাদ ব্যাহত হয়েছে। কোনো কোনো এলাকায় ফসলের মাঠ ধুয়ে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে ২০১৮-১৯ মৌসুমে পণ্যটির উৎপাদন ব্যাহত হতে পারে। সূত্র: বণিক বার্তা।