ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ জার্নাল অব সুগারকেন এ প্রবন্ধ, রচনা বা যে কোনো লেখা বিষয়ে দিক নির্দেশনা নিয়ে রাইটিং সায়েন্টিফিক আর্টিকেলস ফর বাংলাদেশ জার্নাল অব সুগারকেন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট (বিএসআরআই) অ্যাসোসিয়েশন আয়োজিত এ সেমনিার বিএসআরআই এর ইয়াসিন আলী ট্রেনিং ভবনে অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের বিএসআরআই সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি ড. সমজিৎ কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রযুক্তি হস্তান্তর বিভাগের পরিচালক ড. এসএম আমান উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান।

ড. সমজিৎ কুমার পাল এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।