![বাঙ্গি](https://agricare24.com/wp-content/uploads/2021/05/বাঙ্গি.jpg)
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশে প্রধানত দুই জাতের বাঙ্গি দেখা যায়—বেলে ও এঁটেল বাঙ্গি। বেলে বাঙ্গির শাঁস নরম। খোসা খুব পাতলা, শাঁস খেতে বালু বালু লাগে। তেমন মিষ্টি নয়। অন্যদিকে, এঁটেল বাঙ্গির শাঁস কচকচে, একটু শক্ত এবং তুলনামূলকভাবে মিষ্টি। পিস হিসেবে বাঙ্গি বিক্রি হলেও এবার কেজি দরে বিক্রি হচ্ছে বাঙ্গি।
দেখুন ভিডিও: