ডেইরি ডেস্ক: গরুর বিভিন্ন ধরণের রোগ হয়ে থাকে। যেমন, খুরা-রােগ, জলাতঙ্ক, গােবসন্ত ইত্যাদি। ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রােগের মধ্যে গবাদিপশুতে বাদলা, তড়কা, গলাফোলা, ওলান-ফোলা, বাছুরের নিউমােনিয়া ও ডিপথেরিয়া ইত্যাদি উল্লেখযােগ্য। আজ গরুর ৩টি রোগের কারণ ও লক্ষণ জেনে নিন।
এসব রােগের কারণ ও লক্ষণ দেওয়া হলাে :
খুরা রােগ : সকল জোড়া খুর বিশিষ্ট গবাদি পশু এ রােগে আক্রান্ত হয়। এটি একটি ভাইরাস জনিত সংক্রামক রােগ।
লালা, খাদ্য দ্রব্য ও বাতাসের মাধ্যমে সুস্থ প্রাণীরা সংক্রমিত হয়।
রােগের লক্ষণ :
পশুর খুরায়, মুখে ও জিহ্বায় ফোস্কার মত দেখা যায়।
পরে ফোস্কা থেকে ঘা হয় এবং মুখ হতে লালা ঝরে।
তাপমাত্রা বাড়ে ও খাবারে অরুচি হয়। ধীরে ধীরে পশু দূর্বল হয়ে পড়ে।
অনেক সময় পশু মারা যায় । কম বয়স্ক পশু বা বাছুরের মৃত্যুর হার বেশি।
বাদলা : গবাদি পশুর ৬ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত এই রােগ হতে দেখা যায়। এটি একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক ব্যাধি। ক্ষতস্থান ও মলের মাধ্যমে এই রােগ ছড়ায়।
রােগের লক্ষণ : বাদলা রােগে আক্রান্ত হলে পশুর নিমােক্ত লক্ষণগুলাে দেখা যায়
১। আক্রান্ত পশু খুঁড়িয়ে হাটে ।
২। শরীরের বিভিন্ন স্থান ফুলে যায় ও ব্যাথা অনুভব করে।
৩।ফোলা স্থানে পচন ধরে ও কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত পশু মারা যায় ।
৪। আক্রান্ত স্থানে চাপ দিলে পচ পচ শব্দ হয়।
৫। শরীরের তাপমাত্রা (১০৪°-১০৫°ফা) বেড়ে যায়।
তড়কা : তড়কা একটি ব্যাকটেরিয়া জনিত সংক্রামক ব্যাধি।
রােগের লক্ষণ : নিচে তড়কা রােগের লক্ষণ উল্লেখ করা হলাে :
১। তড়কা রােগ হলে পশু মাটিতে পড়ে যায় ।
২। শরীরের তাপমাত্রা (১০৪°-১০৫°ফা.) ও গায়ের লােম খাড়া হয়ে যায় ।
৩। মৃত পশুর নাক, মুখ ও পায়ুপথ দিয়ে রক্ত নির্গত হয়।
এগ্রিকেয়ার/এমএইচ/২০২৩