নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়েছে।
কৃষিতে রাষ্ট্রীয় সর্ব্বোচ্চ এ সম্মাননা স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ এ তিন বিভাগে মোট ৩২টি পদক প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’ প্রদান করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন, কৃষি গবেষণায়, কৃষি সম্প্রসারণ, পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার, কৃষিতে মহিলাদের অবদান, বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁসমুরগি চাষ, বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ, প্রাতিষ্ঠানিক সমবায় ও কৃষক পর্যায়ে উচ্চ মান সম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও নার্সারি স্থাপনে কৃষির উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও প্রচারণা, বাণিজ্যিক ভিত্তিতে বনায়নে এসব পুরস্কার দেয়া হয়।