এগ্রিকেয়ার২৪.কম পর্যটন ডেস্ক: প্রতিদিনই সকাল এমন মনোমুগ্ধকর দৃশ্যে রুপ নেয় সোনার চর এলাকাটি। পুটুয়াখালি জেলার রাঙ্গা বালি উপজেলার সোনার চর পর্যটকের পদচারণায় মুখর হয়ে থাকে।
ভ্রমণ পিপাসুরা এমন দৃশ্য উপভোগ করার জন্য ভিড় জমান সোনার চর এলাকায়।
বনবিভাগের পটুয়াখালি রেঞ্জের আওতায় গড়ে ওঠা সোনার চর পটুয়াখালি বা গলাচিপা হয়ে যেতে হয়। সোনার চরে ঝুনঝুনির ফুল আর ঝাউগাছের মুগ্ধতা উপভোগ করার মতো। চোখে পরবে উপকূলীয় অঞ্চলের হরগোজা, বাবলাসহ বিভিন্ন প্রজাতির গাছ।
বন বিভাগের আওতাধিন সোনার চর হচ্ছে বন্য-প্রাণীর অভয়ারণ্য হিসেবেও পরিচিত। সুন্দরেরবনের পর চর কুকরিমুকরি ও সোনার চরকেই ধরা হয় দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। সোনা চরের মূল সৌন্দর্য এখানকার ঝাউবন। এছাড়া এই বনে রয়েছে প্রচুর কেওড়া ও ছৈলাসহ গোলপাতা, বাবলা, করমচা, নলখাগড়া ও জাম গাছ।
ছবি গুলো তুলেছেন গুণী আলোকচিত্রী ও ভ্রমণ প্রিয় পর্যটক আরিফ রহমান।
আলোকচিত্রী আরিফ রহমান: দক্ষিণ বঙ্গের বরিশাল ও উপকূলীয় অঞ্চলে গুণী আলোকচিত্রী আরিফ রহমান এর তোলা ছবিগুলো। ভ্রমণ প্রিয় পর্যটক হিসেবেও পরিচিতি রয়েছে তার। বর্তমানে উনি ডেইলি স্টার সংবাদ মাধ্যমে আলোকচিত্রী হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় ১৮ বছর ছবি প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য্য ছবির ফ্রেমে বন্দী করছেন তিনি।
এছাড়াও ওই অঞ্চলের কৃষিসহ বিভিন্ন প্রতিকূলতার ছবিও তুলেন আরিফ রহমান। জাতীয়, স্থানীয় পর্যায়ে পুরস্কারসহ নানা স্বীকৃতিও পাওয়া আরিফ রহমান প্রথম আলোসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংবাদ মাধ্যমেও আলোকচিত্রীর কাজ করেছেন।