যশোর (বাসস): চলতি রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতাধীন ৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯০২ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আবাদ হওয়া জমিতে পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। যশোর কৃষি জোনের আওতায় জেলাগুলো হচ্ছে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চলতি রবি (২০২৩-২০২৪) মৌসুমে ৬ জেলায় মোট ৩৮হাজার ৫শ’ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৯ হাজার ৭শ’৫২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আবাদ হওয়া জমি থেকে প্রায় ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।গত বছর থেকে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে ঝুকেছেন বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা।
যশোরের চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এ উপজেলার প্রতিটি ইউনিয়নে পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। পেঁয়াজ চাষে প্রণোদনা পেয়ে চাষীরা আগ্রহ সহকারে তাদের জমিতে পেঁয়াজের আবাদ করেছেন।এ উপজেলার মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অফিসের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার জানান, পেঁয়াজ চাষ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শসহ সার্বিক সহযোগিতা কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হয়েছে। প্রন্তিক ও ক্ষুদ্র চাষীদের দেয়া হয়েছে কৃষি প্রণোদনা। এ অঞ্চলের কৃষকরা বাজারে পেঁয়াজের অধিক জোগান দিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ করেছেন। নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু করায় দামও কমতে শুরু করেছে। পেঁয়াজের উৎপাদন সারা বছর অব্যাহত রাখতে অধিক ফলনশীল নতুন নতুন জাতের পেঁয়াজ চাষে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।