থেকে  চালু হচ্ছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন
থেকে  চালু হচ্ছে কৃষিপণ্য স্পেশাল ট্রেন

আগামী শনিবার, ২৬ অক্টোবর থেকে রাজশাহী-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। এই ট্রেনটি রাজশাহী অঞ্চলের কৃষিপণ্য দ্রুত ও স্বল্প খরচে ঢাকায় পরিবহনের জন্য বিশেষভাবে চালু করা হচ্ছে। এতে কৃষিপণ্য ব্যবসায়ীরা খুবই উপকৃত হবেন।

এই বিশেষ ট্রেনে সাধারণ লাগেজ ভ্যান ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যান থাকবে, যার মাধ্যমে পচনশীল পণ্য যেমন মাছ, মাংস ইত্যাদি সঠিক তাপমাত্রায় পরিবহন করা সম্ভব হবে। ফলে এসব পণ্য ঢাকায় পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কমবে।

আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, রাজশাহী রেলওয়ে স্টেশনে এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রেল কর্তৃপক্ষ কৃষিপণ্য স্পেশাল ট্রেনের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।

ট্রেনটি প্রতিদিন সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে রাজশাহী হয়ে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে তেজগাঁও পর্যন্ত ১৩টি স্টেশনে থামবে। ট্রেনের যাত্রাপথে যেসব স্টেশনে থামবে সেগুলো হলো: নাচোল, আমনুরা জংশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানি, আব্দুলপুর, আজিমনগর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ এবং জয়দেবপুর।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রতি কেজি কৃষিপণ্য পরিবহনে রহনপুর থেকে ঢাকার তেজগাঁও পর্যন্ত খরচ হবে ১ টাকা ৩০ পয়সা। রাজশাহী থেকে তেজগাঁও পর্যন্ত প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ হবে মাত্র ১ টাকা ১৮ পয়সা। এতে করে কৃষিপণ্য পরিবহনে খরচ কমে আসবে, যা কৃষক ও ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে।

এই কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলের কৃষিপণ্য ঢাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হবে, যা ব্যবসায়ীদের জন্য একটি বড় সুবিধা। এটি পচনশীল পণ্য পরিবহনে সাশ্রয়ী ও নিরাপদ পরিবহনব্যবস্থা হিসেবে ভূমিকা রাখবে।

সময়

আআ/এগ্রিকেয়ার