আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের ১৭ অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঝড়ের গতি কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কি.মি. হতে পারে। এছাড়া দেশের যেসব স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেসব এলাকায় তা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার (৩০ এপ্রিল) সকাল দশটার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস বলছে, দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মোঃ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে নদী বন্দরে সতর্কতার তথ্য তুলে ধরা হয়েছে।
এতে (৩০ এপ্রলি ২০২৩খ্রিঃ) সকাল ০৯:০০ টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিমদিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।