ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) মহামারির কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর আগামীকাল রোববার (০১ নভেম্বর ২০২০) থেকে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে। তবে বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।
আরও পড়ুন: ঘুরে আসুন হিমালয় কন্যা নেপালে
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন:ঘুরে আসুন তুয়ারি মাইরাং ঝরনা
কোন একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও বন বিভাগের চেষ্টা থাকবে বলে উল্লেখ করেন তিনি।
আগামীকাল থেকে খুলছে সুন্দরবন শিরোনামে সংবাদের তথ্য বাংলা নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি