নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: এ সপ্তাহের (১৫ মার্চ থেকে ২১ মার্চ) কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শুরুতে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হাল্কা (০৪ থেকে ১০ মি:মি) থেকে মাঝারি (১১ থেকে ২২ মি:মি) ধরণের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

শেষ সময়ে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে মধ্য রাত হতে সকাল পর্যন্ত হাল্কা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে।

এ সপ্তাহে দৈনিক উজ্জ্বল সূর‌্য কিরণ কাল ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে থাকতে পারে। আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ২.৫০ মি:মি: থেকে ৩.৫০ মি:মি: থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এর কৃষি আবহাওয়া মহাশাখা এর আবহাওয়াবিদ দিলরুবা বেগম এসব তথ্য জানান।