পোল্ট্রি, মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: নিজেদের খামারে নিরাপদ মানসম্মত এবং বাজার মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম মূল্যে পোল্ট্রি ও মাছের খাদ্য প্রাপ্তির নিশ্চয়তার লক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ালিশন পোল্ট্রি ও ফিস ফিড উৎপাদন শুরু হচ্ছে।

প্রাণিসম্পদ বিভাগের ফিড ফর্মুলেশন ও সার্বিক সহায়তায় ‘যশোর নিরাপদ পোল্ট্রি এসোসিয়েশন এ কোয়ালিশন পোল্ট্রি, ফিস ফিড উৎপাদন করতে যাচ্ছে।

“কোয়ালিশন পোল্ট্রি ফিড” উৎপাদনের শুভ উদ্বোধন করা হয় এসোসিয়েশন এর বাহাদুরপুরস্থ অস্থায়ী কার্যালয়ে। ১ অক্টোবর এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন কল্যাণ কুমার ফৌজদার, বিভাগীয় উপ পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, খুলনা বিভাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ কান্তি সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ তপনেশ্বর রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যশোর সদর। সভাপতিত্ব করেন যশোর নিরাপদ পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মামুন অর রশিদ।