এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: চলতি জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গপসাগরে ১ থেকে দুটি মৌসুমী নিম্নচাপের সৃষ্টি হতে পারে।

তবে এ মাসে মৌসুমী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর দেশের অন্যান্য স্থানে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জুন মাসের প্রাপ্ত আবহাওয়া উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

ছবি আকারে জুন মাসের আবহাওয়ার তথ্য তুলে ধরা হলো।