ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বর্তমান সময় আম-লিচুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় আম ও লিচু গাছে নানাবিধ সমস্যা দেখা যায়। যার মধ্যে ফলঝরা রোগটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চাষিরা আম ও লিচুর ফলঝরা সমস্যা নিয়ে অনেক চিন্তায় থাকেন।
তবে ফলঝরা রোধে কিছু করণীয় রয়েছে। আসুন ভিডিওতে জেনে নেই ফলঝরা রোধ করতে কী কী করতে হবে –