প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি স্থানীয় বাজারে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
শনিবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে বাঘাইড় মাছটি বিক্রয় করার জন্য আনেন বাবলু হালদার।
জানা যায়, সকালে মাছ বিক্রেতা বাবলু হালদার সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার যমুনা নদী থেকে এক জেলের কাছ থেকে মাছটি ক্রয় করেন। এরপর তিনি মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে বিক্রি করতে আনেন। এসময় মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। পরে মাছটি মধুপুর উপজেলার গারোবাজারের এলাকার সুজন নামের এক ব্যক্তির কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করেন। মাছটি কয়েকজনে মিলে ভাগ করে নেয়।
মাছের ক্রেতা সুজন বলেন, মাছটি ৭৫ হাজার টাকায় কিনেছি। পরে বাঘাইর মাছটি কয়েকজনে মিলে বণ্টন করে নিয়েছি।
মাছের মালিক ও গোবিন্দাসী মাছ বাজার সমিতির সভাপতি বাবলু হালদার জানান, সকালে বেলকুচি এলাকা থেকে এক জেলের কাছ থেকে বাঘাইড় মাছটি কিনেছিলাম। মাছটি বিক্রি করার জন্য গোবিন্দাসী মাছ বাজারে নিয়েছিলাম। সেখানে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছি।
এগ্রিকেয়ার/এমএইচ