নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সিন্ডিকেটের দৌরাত্ম্যে খাদ্যের দামে বিপাকে পোল্ট্রি খামারিরা। করোনাকালে দফায় দফায় পোল্ট্রি খাদ্যের দাম বাড়তে শুরু করে। ভারতে সয়াবিন রপ্তানি, দেশে ভুট্টার সংকট ও খাদ্য তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পায়। বস্তাপ্রতি প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দাম দিতে খামারিদের। বর্তমানে সয়াবিন রপ্তানি বন্ধ এবং ভুট্টার দামও সহনীয় পর্যায়ে রয়েছে। তারপরও কমছে না খাদ্যের দাম।
নারিশ ফিড, সিপি বাংলাদেশ, প্যারাগন ফিডসহ পোল্ট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্টানগুলোর খাদ্যের দাম এগ্রিকেয়ার২৪.কমের হাতে এসেছে।
বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ জানায়, সরকার পোল্ট্রিখাতে খুবই কম গুরুত্বদিচ্ছে। যার ফলে দীর্ঘদিন ধরে বাড়তি হওয়া খাদ্যের দাম কমেনি। সরকারকে প্রাণিÍক খামারিদের দিকে নজর দেওয়ার আহ্বানও করেন সংগঠনটি।
বিপিকেআরজেপির সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন বলেন, আপাতত খাদ্যের দাম কমার সম্ভাবনা নেই। সরকারের কাছে খাদ্যের দাম কমানোর জন্য স্মারকলিপি প্রেরণ করেছি তার জবাবও পাইনি।
এগ্রিকেয়ার/এমএইচ