পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি

পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশের প্রধান প্রধান বাজারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম (রোববারের) নিচে তুলে ধরা হলো। আজ ৫ মে এর বাজারদর যাচাই বাছাই করে বিক্রির অনুরোধ রইলো টাকা।

ইউনাইটেড এগ (সেল পয়েন্ট) সাদা ডিম=7.00, লাল ডিম=7.20 টাকা ডাম্পিং মার্কেট:– লাল (বাদামী ডিম=6.40, সাদা ডিম=4.75 টাকা।

গাজীপুর অথবা মাওনা: লাল (বাদামী) ডিম=6.35, সাদা ডিম=4.70 টাকা।

চট্রগ্রাম: লাল (বাদামী) ডিম=6.20, ব্রয়লার মুরগী=120/per kg, কালবার্ড লাল=170/per kg, সোনালী মুরগী =230/per kg টাকা।

রাজশাহী:- লাল (বাদামী) ডিম=5.90, সাদা ডিম= 5.50, ব্রয়লার মুরগী=118/per kg, কালবার্ড লাল=140/per kg, কালবার্ড সাদা=125/per kg, সোনালী মুরগী =200/per kg টাকা।

খুলনা: লাল (বাদামী) ডিম=6.20, সাদা ডিম=6.00, ব্রয়লার মুরগী=115/per kg, কালবার্ড লাল=160/per kg, কালবার্ড সাদা=150/per kg, সোনালী মুরগী =180/per kg টাকা।

বরিশাল: লাল (বাদামী) ডিম=5.50, ব্রয়লার মুরগী=110/per kg, কালবার্ড লাল=180/per kg, সোনালী মুরগী =210/per kg টাকা।

ময়মনসিংহ: লাল (বাদামী) ডিম=6.40, ব্রয়লার মুরগী =128/per kg টাকা।

সিলেট: লাল (বাদামী) ডিম=6.45, ব্রয়লার মুরগী=115/per kg, কালবার্ড লাল=300/per pcs, সোনালী মুরগী =200/per kg টাকা।

রংপুর: লাল (বাদামী) ডিম=6.20 টাকা। বগুড়া: লাল (বাদামী) ডিম=6.60, ব্রয়লার মুরগী =125/per kg, সোনালী মুরগী =200/per kg টাকা।

টাংগাইল: লাল (বাদামী) ডিম=5.90, সাদা ডিম=4.50, ব্রয়লার মুরগী =122/118 per kg টাকা।

কিশোরগন্জ: লাল (বাদামী) ডিম=5.90 টাকা। নরসিংদী: লাল (বাদামী) ডিম=6.10, কালবার্ড লাল=300/per pcs টাকা।

কক্সবাজার: লাল (বাদামী) ডিম=6.00, সাদা ডিম=5.80, ব্রয়লার মুরগী=140/per kg, কালবার্ড লাল=200/per kg, কালবার্ড সাদা=170/per kg, সোনালী মুরগী=230/per kg টাকা।

কুমিল্লা: লাল (বাদামী) ডিম=6.40, সাদা ডিম= 6.20, ব্রয়লার মুরগী=122/per kg, কালবার্ড লাল=160/per kg, সোনালী মুরগী=195/per kg টাকা।

পাবনা: লাল (বাদামী) ডিম=6.50, সাদা ডিম=6.25, ব্রয়লার মুরগী=120/per kg, সোনালী মুরগী =190/per kg টাকা। যশোর:- লাল (বাদামী) ডিম=6.80, ব্রয়লার মুরগী =125/per kg টাকা।

আরও পড়ুন: শনিবারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম, শুক্রবারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম

আজকের সারাদেশের প্রধান প্রধান বাজারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম (রোববারের) প্রকাশ করায় বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বিপিকেআরজেপি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ মো: শিমুল হক রানাকে।