কৃষিবিদ সমীরণ বিশ্বাস, এগ্রিকেয়ার২৪.কম: ফসল চাষের প্রধান লক্ষ্য খাদ্যের যোগান দেওয়া ও আর্থিকভাবে লাভবান হওয়া। কিন্তু রোগের কারণে চাষিরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন না ও আর্থিকভাবে লোকসানে পড়েন। তাই প্রযুক্তির যুগে মোবাইলের ছবি বলে দিবে ফসলের রোগ। যাতে সহযেই কৃষকরা রোগ চিহ্নিত করে তার সমাধান করতে পারেন।

মোবাইল ডা: চাষী (dr.Chashi) অ্যাপ দিয়ে ফসলের পোকামাকড় এবং রোগ নির্ণয় ও সমাধান একথা – কৃষকরা ভাবতে এবং বিশ্বাস করতেই পারতেন না ! প্রথম দিকে যখন মাঠে কৃষকে বলা হতো ফসলের পোকামাকড় এবং রোগ এর ছবি তোলার জন্য; তখন কৃষকরা বিষয়টিকে তেমন গুরুত্ব দিতো না বা দিতে চাইতো না !

কৃষকদের ধারণা মোবাইল কিভাবে ফসলের পোকা ও রোগ নির্ণয় করবে ? এবং সমাধান দিবে ?? কৃষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত সময় ফসলের সমস্যা নির্ধারণ ও সমাধান । ফসলের খরচ কমানো। সাথে সাথে স্বাস্থ্য-পরিবেশ রক্ষা করে ফসলের ভালো ফলন নিশ্চিত করা।

বর্তমানে প্রচলিত যে অনুমান ভিত্তিক কৃষি পদ্ধতি রয়েছে, সেটা কিভাবে আধুনিক ডিজিটালাইজেশন করা যায় সেই চিন্তা থেকে- কৃষিতে সবচেয়ে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি সেক্টরকে যদি আগিয়ে নিতে পারি তাহলে এখানে অপার সম্ভাবনা তৈরি হবে। সেটা প্রমাণ করতেই এই ডা: চাষী অ্যাপসের উদ্ভাবন।

ডা: চাষী অ্যাপ মূলত যেভাবে কাজ করে : কৃষকরা তার ফোনে ডা: চাষী অ্যাপ ডাউনলোড করেন এবং ফসলের আক্রান্ত স্থানের ছবি তুলেন, তাহলেই ডা: চাষী অ্যাপ বলে দেয় কৃষকের ফসলের সমস্যা ও সমাধান।

এছাড়া ডা: চাষী অ্যাপ থেকে আরও যে সকল সুবিধা পেয়ে থাকেন তা হল : আগাম সাত দিনের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। কল সেন্টারের সহায়তা নেওয়া। দরকার হলে সমস্যা ও সমাধান গুলি ভয়েজ সোনতে পারেন। ফসলের সমস্যা ও সমাধানের জৈব এবং রাসায়নিক সমাধান পন্য সহ জানতে পারেন।

সবশেষে কাছের ডিলারদের ঠিকানা জানতে পারেন। আর এসব কিছু ; কৃষক দ্রুত ও স্বল্প সময়ে জানতে পারে । যার ফলে, কৃষকের সময়, খরচ ও ফসল বাচে।

কৃষক মাঠ পর্যায়ে ডা: চাষী অ্যাপ যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে তার জন্য কৃষকদের প্রশিক্ষণ /উঠান বৈঠক/ কৃষকসভা এবং বিভিন্ন কাউন্সিলিং সভা করে থাকেন। এ বিষয়গুলোতে উপজেলা কৃষি অফিসারের সহায়তাও নেয়া হয়ে থাকে।

ডা: চাষী অ্যাপের যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে, মাত্র পাঁচ জন সদস্য নিয়ে এখন প্রায় 35 জনের একটি সুদক্ষ ও অভিজ্ঞ কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কৃষিবিদদের পূর্ণাঙ্গ টিম সফলভাবে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) প্রযুক্তিতে। বারোহাজার কৃষক বর্তমানে ডা: চাষী অ্যাপ মাঠ পর্যায়ে ফসলে ব্যবহার করে সেবা নিচ্ছেন। বর্তমানে ডা: চাষী অ্যাপে – প্রধান ১৩ টি ফসলে ৫৬ টি রোগ ও পোকামাকড় এর সমস্যা ও সমাধান দিতে সক্ষম।

ডা.চাষী প্রকল্পের সাথে MoA, DAE, BARI, BRRI যে নেটওয়ার্ক তৈরি হয়েছে যার কারণে প্ল্যানিং, কৌশল নির্ধারণ এবং ডাটা স্টোরেজ ইত্যাদিতে এক্সেস তৈরি হয়েছে। ফলে- ডা: চাষী অ্যাপেকে সমৃদ্ধ করতে সহজ হয়েছে । ডা: চাষী অ্যাপ – কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) প্রযুক্তি সম্প্রসারণ ঘটিয়ে কৃষিকে সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ,টেকসই ও বুদ্ধিদীপ্ত প্রযুক্তিভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ায় সফল ভুমিক রাখবে।

মোবাইলের ছবি বলে দিবে ফসলের রোগ লেখাটি লিখেছেন সমীরন বিশ্বাস, লিড-এগ্রিকালচারিস্ট, মদিনা টেক লিমিটেড, ঢাকা।

এগ্রিকেয়ার/এমএইচ