ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশ-বিদেশে জনপ্রিয়, রাসালো ফল লিচু। সুগন্ধ ও টকমধু স্বাদের জন্য ছোট-বড় সবার কাছেই প্রিয় এ ফলটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে সারাদেশে মোট লিচুর উৎপাদন হয়েছিল ২ লাখ ২৪ হাজার টন লিচু।
লিচু গাছে প্রতিবছর ফলন পেতে যা করবেন (ভিডিও)
বর্তমান পরিসংখ্যান বলছে, এর পরিমাণ আরোও বেড়েছে।এ বিপুল পরিমাণ লিচু চাষের জন্য চাষিদের বেশ নাজেহাল হতে হয়। লিচু চাষের কয়েকটি গুরুত্বর্প্নূ তথ্য জানতে মেইল করেছেন পাঠকরা। তাই আজকের ভিডিওতে লিচু চাষের কয়েকটি সমস্যার সমাধান জানব।
প্রশ্ন: গাছে প্রতি বছর লিচু ধরে না, করণীয় কী?
গাছ প্রতি ২০০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম এমওপি এবং ১০০ গ্রাম বোরন সার প্রয়োগ করতে হবে।
প্রশ্ন: গাছের বয়স ৭-৮ বছর, ফল হয় না, করনীয় কি?
প্রতি গাছে ২ ডালি পচা গোবর, ৭৫ গ্রাম ইউরিয়া,৫০ গ্রাম টি এস পি দিতে হবে, ৫০ গ্রাম পটাশ এবং ২৫ গ্রাম বোরন সার প্রয়োগ করতে হবে।
গাছের গোড়া থেকে দেড় অথবা ২ হাত দূরে গোলাকার ৬ ইঞ্চি গভীর গর্ত অথবা নালা করে সার প্রয়োগ করার পর মাটি দিয়ে চেপে দিতে হবে। এরপর হালকা সেচ দিয়ে দিবেন। সেচ দেওয়ার পর যখন মুকুল আসবে তখন ফ্লোরা ২ মিলি / প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আশা করা যায় আপনার বাগানে লিচুর ভালো ফল হবে।
সমস্যা: মুকুল আসতে আগাম করনীয় কি?
প্লানোফিক্স/মিরাকুলান/ফ্লোরা অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।
সমস্যা: কলম চারা কিন্তু লেচু ধরে না। কী করতে হবে?
প্রতি গাছে ১০০ গ্রাম এমওপি ও ২০ গ্রাম বোরন সার প্রয়োগ করতে হবে।
প্রশ্ন: লিচু গাছ বাড়ছে না, করণীয় কি??
গোড়ার মাটি আলগা করে সার ও পানি দিতে হবে।
এছাড়াও প্রয়োজনে মাটি পরিক্ষা করে যে পুষ্টির অভাব দেখা দিবে তা পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে। ৩. রোগ-বালাই হয়ে থাকলে তা দমনের ব্যবস্থা নিতে হবে। ৪. নিয়মিত পরিচর্যা করতে হবে।
লিচু গাছে প্রতিবছর ফলন পেতে যা করবেন শিরোনামে সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ