আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ভারতের বেশির ভাগ অঞ্চলে এখনো অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত আছে।  ২০২২-২৩ মৌসুমে দেশটির কফির উৎপাদন প্রাথমিক প্রাক্কলনের চেয়ে ১০-১৫ শতাংশ কমার আশঙ্কা দেখা দিয়েছে।

দেশটির প্রধান প্রধান কফি উৎপাদনশীল অঞ্চলে অতিবৃষ্টি কফি উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি দেশটির কফি বোর্ড এ তথ্য জানিয়েছে।

বোর্ডের সিইও কেজি জগদীশ বলেন, বৃষ্টিতে উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হবে তা এখনো নিরূপণের সময় আসেনি। অনেক চাষী এরই মধ্যে ৩০-৪০ শতাংশ উৎপাদন কমে যাওয়ার কথা জানিয়েছেন।

পড়তে পারেন: নতুন মৌসুমে ৪ কোটি ৬ লাখ ব্যাগ কফি উৎপাদন করবে ব্রাজিল

আবার অনেকে এখনো বৃষ্টির প্রভাবমুক্ত। যখন বর্ষা মৌসুম শেষ হবে তা আমরা নিশ্চিতভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারব। তবে বর্তমান হিসাব অনুযায়ী, উৎপাদন ১০-১৫ শতাংশ কমবে।

আগামী মাসে ভারতে কফি মৌসুম শুরু হবে। কফির বোর্ডের পূর্বাভাসে আসন্ন মৌসুমে ৩ লাখ ৯৩ হাজার টন কফি উৎপাদনের কথা বলা হয়েছিল। এর মধ্যে অ্যারাবিকা কফি ১ লাখ ১৫ হাজার ৯০০ টন ও রোবাস্তা কফি ২ লাখ ৭৭ হাজার টন।

এদিকে অতিবৃষ্টির কারণে কফি গাছে রোগবালাই ও কীটপতঙ্গের আক্রমণও বাড়ছে। ফলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে ন্যায্যমূল্য না পাওয়ার উদ্বেগ কাজ করছে চাষীদের মাঝে।

এগ্রিকেয়ার/এমএইচ