আখের সাথে সাথী ফসলে

নাহিদ বিন রফিক (বরিশাল), এগ্রিকেয়ার২৪.কম: আখের সাথে সাথী ফসলে মিলবে অধিক মুনাফা। দূর্যোগসহনশীল এ ফসলের দামও অনেক বেশি। এছাড়া চর অঞ্চলে ফসলটি চাষাবাদের অনেক সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২০) দক্ষিণাঞ্চলীয় চরাঞ্চলে বিএসআরআই উদ্ভাবিত ইক্ষুজাতের চাষ ও স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন শীর্ষক কৃষক মাঠদিবসে এসব তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আফতাব উদ্দিন জানান, আখ দুর্যোগসহনশীল ফসল, উচ্চমূল্যও বটে।

বরিশালের মুলাদী উপজেলার ডিক্রিরচরে অনুষ্ঠিত এ মাঠদিবসে তিনি বলেন, একই জমিতে সাথীফসল হিসেবে চাষ করা যায় ডাল, সরিষা, পেঁয়াজ, ভুট্টাসহ অন্যান্য শস্য। ফলে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। তাই বিশুদ্ধ গুড় উৎপাদনের জন্য আখের আবাদ বাড়াতে হবে। চরের মাটি উর্বর। তাই মাঠ খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে হবে।

আয়োজক প্রতিষ্ঠানের ইনচার্জ খলিফা শাহ্আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস)মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এবং ডিএই’র উপপরিচালক মো. তাওফিকুল আলম।

বিএসআরআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়াজ মের্শেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রেজাউল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আক্তার, উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, আখচাষি মো. গিয়াস হাওলাদার, হারুন ফকির প্রমুখ।

আরও পড়ুন: কৃষি সম্প্রসারণের গল্প

অনুষ্ঠানে আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন সাবু ও সংশ্লিষ্ট এসএএও সাহানা বেগম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মাঠদিবসে ৮০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

আখের সাথে সাথী ফসলে মিলবে অধিক মুনাফা এরফলে অনেকেই আখ চাষে আগ্রহী হয়ে ওঠছেন। তবে আধুনিক জাতের আখ চাষেই অধিক মুনাফা মিলবে বলে সংশ্লিষ্টরা বলছেন।