আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এক অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অধিকাংশ স্থানে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ সোমবার (২২ এপ্রিল) বিকাল ০৩:০০ টা হইতে দিবগত রাত ০১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস: সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,