আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) সবজি

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীতে আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) সবজি মেলা শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ সবজি মেলায় মিলবে হরেক রকমের সবজির দেখা।

আগামী ০৩ থেকে ০৫ জানুয়ারি রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে ‘জাতীয় সবজি মেলা ২০২০’ বসবে।

০৩ জানুয়ারি ‍শুক্রবার বিকাল ৩:৩০ টায় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় সবজি মেলা ২০২০’ এর উদ্বোধন করবেন।

মেলা উপলক্ষ্যে বিকাল ৩:০০ টায় বিএআরসি চত্বর হতে বিজয় সরণি মোড় পর্যন্ত মানব উদ্দীপন বন্ধন ও পরে কেআইবি অডিটরিয়ামে ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি চাষ’ প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান ও  কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।  সভাপতিত্ব করবেন কৃষি সচিব জনাব মো: নাসিরুজ্জামান।

আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) সবজি মেলা শুরু সংবাদটির তথ্য কৃষি তথ্য সার্ভিস এর ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহম্মদ গোলাম মাওলা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন জাতের সবজি প্রদর্শন করা হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তুলে ধরবে সবজির নানা চিত্র। এছাড়া নিরাপদ সবজিও কিনতে পারবেন মেলা থেকে।

সবজি চাষ সম্পর্কেও নানা তথ্য মিলবে। এছাড়া সবজির বিভিন্ন জাত সম্পর্কেও জানা যাবে গুরুত্বপূর্ণ তথ্য। কৃষি মন্ত্রণালয়ের এ আয়োজনে সবজির সাথে পরিচিতি হওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা সবজি প্যাভিলিয়নে তুলে ধরা হবে। প্রতিটি প্যাভিলিয়ন থেকে দেয়া হবে তথ্য।

আরও পড়ুন: ই-কৃষির উদ্যোগগুলোকে গুচ্ছাকারে উপস্থাপন করা প্রয়োজন; বরিশালে কর্মশালা