নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গ্রীন ভয়েস রাজশাহী জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। রাজশাহীসহ সারাদেশের মৃতপ্রায় নদীগুলোকে দখলমুক্ত করে পুনর্জীবিত করতে হবে। শুধু মুখে নয় নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ দেখতে চান তারা।

গ্রীন ভয়েসের জেলা সমন্বয়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেভ দ্যা ন্যাচারের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালীউর রহমান বাবু, ইয়াসের সভাপতি সামিউল আলম শাওন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

এগ্রিকেয়ার/এমএইচ