নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আন্তর্জাতিক প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (আইএলআরআই) এর প্রতিনিধি ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর ঊর্ধতন কর্মকর্তাদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৯ সেপ্টেম্বর) ‍দুপুরের পর ইনস্টিটিউট এর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইএলআরআই এর প্রতিনিধি ড. হাবিবুর রহমান, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ, সাউথ এশিয়া এর সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার।

এ বিষয়ে ড. নাথু রাম সরকার এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, সামনে আইএলআরআই এর সাথে আমাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ নিয়ে একটা প্রাথমিক শেয়ারিং নলেজ যেটা বলে সেটা হয়েছে। বলা যেতে পারে প্রাথমিক আলোচনা হয়েছে।

বিএলআরআইই কী কী কাজ করছে কোন কোন অঞ্চলে এগুলো তারা জেনেছে, যোগ করেন তিনি। ছবি: বিএলআরআই’র ফেসবুক পেজ।