অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: একদিনের ব্যবধানে আরও কমলো পেঁয়াজের দাম। চাহিদার তুলনায় বাড়তি আমদানি অব্যাহত থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ।

একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৬ থেকে ২৮ টাকা বিক্রি হয়েছে। এছাড়া নগর জাতের পেঁয়াজের ৩২ থেকে ৩৩ টাকা থেকে কমে কেজি প্রতি দাম দাঁড়িয়েছে ৩০ টাকায়। বর্তমানে পাইকারিতে মসলা পণ্যটি প্রতি কেজি ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি দিয়ে গত সপ্তাহ থেকেই পেঁয়াজের বাড়তি আমদানি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বন্দর দিয়ে ২৭ ট্রাকে ৭৮১টন পেঁয়াজ এসেছে। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় এটি দ্রুত খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

বন্দরের ব্যবসায়ী মোজাম হোসেন বলেন, ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লোডিং হওয়ায় হিলি দিয়ে আমদানি আগের তুলনায় বেড়েছে। একইভাবে দেশের সবগুলো বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ কারণে বর্তমানে পেঁয়াজের দাম নিন্মমুখী। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মোকামগুলোতে থাকা পুরোনো দেশীয় পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের দাম আরও কমেছে। এছাড়াও দেশীয় নতুন জাতের পাতা পেঁয়াজও উঠতে শুরু করেছে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমে এসেছে।

এগ্রিকেয়ার/এমএইচ