ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আলু রোপনের সময় চাষিরা সামান্য বুদ্ধি খাটিয়ে নানা রোগ থেকে মুক্তি পেতে পারে। এতে একদিকে যেমন অর্থনৈতিক লাভবান হওয়া যায় অপরদিকে পরিশ্রম কমে, উৎপাদিত ফসল গুণেমানে উৎকৃষ্ট হয়। আলু ঢলে পড়া এবং বাদামি পচন রোগ প্রতিরোধে ব্লিচিং পাউডারের ব্যবহার জানব।

ঢলে পড়া এবং বাদামি পচন রোগ বিষয়ে আগে জানতে হবে। এই রোগে আলুর মারাত্মক ক্ষতিসাধন হয়ে থাকে। গাছ ঢলে পড়ে, ফলন কম হয়। লোকসানে পড়েন চাষিরা।

লক্ষণ: গাছের একটি শাখা বা এক অংশ ঢলে পড়তে পারে৷

পাতা সাধারণত হলুদ হয় না এবং সবুজ অবস্থায়ই চুপসে ঢলে পড়ে৷
গোঁড়ার দিকে গাছের কাণ্ড ফেড়ে দেখলে বাদামি আক্রান্ত এলাকা দেখা যায়৷
ঢলে পড়া গাছ খুব দ্রুত চুপসে যায়৷
আক্রান্ত আলু কাটলে ভিতরে বাদামি দাগ দেখা যায়৷
আলুর চোখে সাদা পুঁজের মতো দেখা যায় এবং আলু অল্প দিনের মধ্যেই পচে যায়৷

আলু ঢলে পড়া এবং বাদামি পচন রোগ প্রতিরোধে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে।

প্রতিকার: 
১৷ সুস্থ রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে৷
২৷ আলু লাগানোর সময় প্রতি হেক্টরে ৮০-ঌ০ কেজি হারে স্ট্যাবল ব্লিচিং পাউডার জমিতে প্রয়োগ করতে হবে৷
৩৷ পরিমিত মাত্রায় সেচ প্রয়োগ করতে হবে এবং রোগ দেখা দিলে পানি সেচ বন্ধ করে দিতে হবে৷

আলুর শুকনো পচা রোগ

লক্ষণ :

•    আলুর গায়ে কিছুটা গভীর কালো দাগ পড়ে৷
•    আলুর ভিতরে গর্ত হয়ে যায়৷
•    প্রথম পচন যদিও ভিজা থাকে পরে তা শুকিয়ে শক্ত হয়ে যায়৷
•    আক্রান্ত অংশে গোলাকার ভাঁজ এবং কখনো কখনো ঘোলাটে সাদা ছত্রাক জালিকা দেখা যায়৷

প্রতিকার :

১৷ আলু ভালোভাবে বাছাই করে সংরক্ষণ করতে হবে৷
২৷ যথাযথ কিউরিং করে আলু গুদামজাত করতে হবে৷
৩৷ ডাইথেন এম-৪৫ দ্রবণ ০.২% দ্বারা বীজ আলু শোধন করতে হবে৷
৪৷ বস্তা, ঝুড়ি ও গুদামঘর ইত্যাদি ৫% ফরমালিন দিয়ে শোধন করতে হবে৷
৫৷ প্রতি কেজিতে ২ গ্রাম হিসেবে টেকটো ২% গুড়া দিয়ে আলু শোধন করতে হবে৷

আলু ঢলে পড়া এবং বাদামি পচন রোগ প্রতিরোধে ব্লিচিং পাউডার শিরোনামের সংবাদটির তথ্য তথ্যসূত্র: শস্য বহুমুখীকরণ কর্মসূচী (সিডিপি), কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ী।

এগ্রিকেয়ার/এমএইচ