ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন Animal Health Companies Association of Bangladesh (AHCAB) এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আহকাব এর প্রায় সকল সদস্য যোগদান করেন।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, ২০২২ সালের বাজেট প্রস্তাব, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

এছাড়াও সভায় উম্মুক্ত আলোচনায় সদস্যরা দেশের প্রাণীজ খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিষয়গুলো সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে সবাই জানান।

আহকাব এর সভাপতি ডা. এম নজরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আফতাব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।