অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি কর্মসূচির আওতায় লীড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আয়োজনে শরীয়তপুর জেলার সকল তফসিলী ব্যাংকের অংশগ্রহণে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌর মিলনায়তনে অনুষ্টিত হয় এ কনফারেন্স। এ উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতয়াল, বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. আবদুস সালাম। এ সময় ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক প্রধান শংকর কুমার পাল, অগ্রণী ব্যাংকের জোনপ্রধান মো. হাবিবুর রহমান ও ইসলামী ব্যাংকের শরীয়তপুর শাখাপ্রধান তোফাজ্জল হোসাইনসহ জেলার সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শরীয়তপুরের স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

কাজী আবু তাহের প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারের গৃহীত নীতিমালার আলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আর্থিক অন্তর্ভূক্তি কর্মসূচির আওতায় স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে।

স্কুল ব্যাংকিং কার্যক্রম ইতোমধ্যে জাতীয় উন্নয়নে অবদান রাখছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে আজকের  শিক্ষার্থীগণ অগ্রণী ভুমিকা পালন করবে।

দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে স্কুল ব্যাংকিং কার্যক্রমকে অধিকতর গুরুত্ব দিয়ে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।