পুষ্টি বার্তা ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ফলের রাজা আম শুধু খেতে সুস্বাদু নয় এতে পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে নানা ভেষজ গুণ। বিশেষ করে আমের কচি পাতা ও কচি আমের আটির শাঁস অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে।

পাঠক আসুন জেনে নেয়া যাক আমের ভেষজ গুণ সম্পর্কে বিস্তারিত তথ্য।

যেসব রোগের নিরাময়ে ব্যবহার করা হয়: আমাশয় হলে, বমি বমি ভাব হলে কচি আমের পাতা উপকারী। অকালে চুল পড়া শুরু হলে কচি আমের আটির শাঁস উপকারী। পাকা আম ক্যারোটিন সমৃদ্ধ। আয়ুবের্দীয় ও ইউনানী চিকিৎসায় পাকা ফল ল্যাকজেটিভ, রোচক ও টনিক বা বলকারস্বরুপে ব্যবহৃত হয়।

আম লিভার বা যকৃতের জন্য উপকারী। রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে পাকা আম এমনকি কাচা আম মহৌষধ। রক্ত পড়া বন্ধকরণে আম গাছের বিভিন্ন অঙ্গের রস উপকারী। কচি পাতার রস দাঁতের ব্যথা উপশম করে। আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, পুরাতন আমশয় এবং প্রস্রাবের জ্বালা যন্ত্রণায় ব্যবহৃত হয়।