(পাথরঘাটা) বরগুনা প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: একটি বড় আকারের ইলিশ মাছ কিনতে গেলে বাজারে ২ হাজার থেকে ২ হাজার ৫ শত টাকার দরকার হয়। কখনো কি শুনেছেন একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১০ হাজার টাকা।

ইলিশ মাছের  মন  বিক্রি হয় ১ লক্ষ ৩০ হাজার টাকা । এমন একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার ‘বিএফডিসি’তে প্রতি মন ইলিশ ১ লক্ষ ৩০ হাজার টাকা দরে ৩ কেজি ৭৭ গ্রাম ওজনের এই ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার টাকা।

এই বড় আকারের ইলিশটি বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি শহিদ নামে একটি ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে ছিল ।পরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে শহিদুল ইসলাম নামের এক মৎস্য পাইকার নিলামে মাছটি ক্রয় করে ১০ হাজার টাকায়।

এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এ বছর জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লে ও মাঝে মধ্যে বড় সাইজের ইলিশ ধরা পড়ে। কিন্তু এই ইলিশটির আকার অনেক বড় ছিল এরকম ইংলিশ খুব কম দেখা যায় ।

এগ্রিকেয়ার/এমএইচ