আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলো থেকে গত বছর এ-যাবত্কালের মধ্যে সর্বোচ্চ পরিমাণে সার রফতানি করা হয়েছে। গালফ পেট্রোকেমিক্যালস অ্যান্ড কেমিক্যালস অ্যাসোসিয়েশনের (জিপিসিএ) পক্ষ থেকে বলা হয়েছে, জিসিসি অঞ্চল থেকে গত বছর ২ কোটি ৪০ লাখ টন সার রফতানি করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। খবর সিনহুয়া।

জিসিসির সার শিল্প রফতানি নির্ভরশীল খাত। এ অঞ্চলে উৎপাদিত সার বিশ্বের ৮০টি দেশে রফতানি করা হয়। এর মধ্যে রফতানির শীর্ষ তিন গন্তব্য ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে জিসিসির সমুদয় সার রফতানির মধ্যে ৫৫ শতাংশই এশিয়ায় সরবরাহ করা হয়েছে। এর পরই রয়েছে দক্ষিণ আমেরিকা (২১ শতাংশ), উত্তর আমেরিকা (১৫ শতাংশ) ও আফ্রিকা (৭ শতাংশ)।

জিসিসি দেশগুলোয় সার উৎপাদন সক্ষমতা চলতি বছর ৩ কোটি ৮৯ লাখ টন এবং ২০২৫ সাল নাগাদ ৪ কোটি ৭০ লাখ টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সামাজিক-অর্থনৈতিক

উন্নয়নে অন্যতম অবদান রেখে চলা জিসিসির সার শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫৪ হাজার ৯০০ কর্মী নিয়োজিত।

সূত্র- বণিক বার্তা