আন্তর্জাতিক ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আমের ওজন স্বাভাবিকভাবে ৫’শ থেকে ৬’শ গ্রাম হলেই বড় আম হিসেবে ধরা হয়। কিন্তু এবার দেখা মিললো বিশ্বের সবচেয়ে বড় আমের। কলোম্বিয়ার এ আমটি গিনেজ বুকে স্থান করে নিয়েছে।

এ রেকর্ডধারী আমটির ওজন সোয়া চার কেজিরও বেশি। দেশটির বয়াকা অঞ্চলের এক বাগানে মিলেছে এ আম। যার ওজন সর্বসাকুল্যে ৪ কেজি ২৫৬ গ্রাম!

এর আগে সবচেয়ে বাড় আমের ওজন ছিল ৩ কেজি ৪৩৩ গ্রাম। ২০০৯ ফিলিপাইনের এক খামারে পাওয়া গিয়েছিল আমটি। নতুন এ আম প্রথম স্থান দখল করে নেওয়ায় সেটি এখন রেকর্ডের খাতায় দুই নম্বরে চলে গেলো।

বাগানের মালিক বেরেরা ও মারোকুইন দম্পতি জানালেন, তারা আগেই বুঝতে পেরেছিলেন লাল ও কালচে রঙের আমটি ঢাউস সাইজের হতে চলেছে। তখন থেকে নেন বাড়তি যত্ন।

সর্বোচ্চ ওজনের আমটি ইতোমধ্যে কেটে খাওয়াও হয়েছে। খুবই সুস্বাদু ছিল বলেও জানিয়েছে বেরেরা-মারোকুইনের পরিবার ও আত্মীয়রা। তবে আমটির একটি রেপ্লিকা তৈরি করে সিটি করপোরেশনকে উপহার দিয়েছেন তারা।

এবার দেখা মিললো বিশ্বের সবচেয়ে বড় আমের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইউপিআই।

এগ্রিকেয়ার/এমএইচ