জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীতে চলা ৬ষ্ঠ জাতীয় এসএমই মেলায় চাকরি বিষয়ে নানা তথ্য তুলে ধরছে বিডি জবস ডট কম লিমিটেড। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাকরির তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বিডি জবস.কম মেলায় চাকরি দাতা ও প্রার্থীদের উপলক্ষে রেখেছে এমন আয়োজন।

শুক্রবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত এ মেলায় বিডি জবস এর প্যাভিলিয়নে প্রবেশ করলে প্রতিষ্ঠানের কর্মীরা এগ্রিকেয়ার২৪.কম এর কাছে এসব তথ্য তুলে ধরেন।

বিডি জবস.কম এর সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট সেলস) নাসিম আহমেদ এগ্রিকেয়ার২৪.কম কে জানান, মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাসহ বিভিন্ন শিক্ষিত বেকার ও কর্মজীবিরা আসছেন। তাদের কাছে তুলে ধরা হচ্ছে চাকরির নানা তথ্য। ভালো চাকরি খোঁজার পাশাপাশি অনেকেই পার্ট টাইম কাজ করছেন তারাও নতুন চাকরির সন্ধান পাচ্ছেন এখান থেকে।

অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও ওই কাজের চেয়ে আরও ভালো কোনো সুযোগ আছে কিনা এমন সব তথ্য সংগ্রহ করতে পারছেন, বলেন তিনি।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ তাদের কর্মীবলের চাহিদা পূরুণের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার নিয়ম কানুন সম্পর্কেও জানতে পারছেন। এরপাশাপাশি চাকরি সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মশালাসসহ কীভাবে নিজেকে একজন যোগ্য হিসেবে গড়ে তোলা যায় সেসব বিষয়ে তথ্য মিলছে বিডি জবস এর প্যাভিলিয়নে।

প্যাভিলিয়নের কর্মীরা জানান, গত ২০০০ সাল থেকে যাত্রা শুরু করা বিডি জবস এখন দক্ষিণ এশিয়ার বড় ৫টি জবস পোর্টালের মধ্যে একটি। বাংলাদেশে জব খাতের ৯৮ ভাগ বাজার দখল করে রেখেছে প্রতিষ্ঠানটি।

প্যাভিলিয়নে দেখা যায়, চাকরি প্রত্যাশিরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। বিডি জবস এর কর্মীরাও দর্শনার্থীরাদের কাছে তুলে ধরছেন যাবতীয় তথ্য।

সার্বিক বিষয়ে বিডি জবস.কম এর সিনিয়র ম্যানেজার (প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভেশানস) মোহাম্মাদ আলী (ফিরোজ) এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, চাকরি সংশ্লিষ্ট বিডি জবস যেসব সেবা দিয়ে থাকে সেসব তথ্য আমরা তুলে ধরছি।

এ ঊর্ধতন কর্মকর্তা জানান, মেলায় সব শ্রেণির মানুষের সমাগম ঘটে। এদের মধ্যে চাকরি প্রত্যাশি ও দাতা উভয়ই থাকেন। মেলায় আমাদের অংশগ্রহণ করায় তারা খুব সহজেই হাতের নাগালে সেবাগুলো পাচ্ছেন। এতে বেশ ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসারে গত বুধবার থেকে শুরু হয়েছে ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’। পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ৮ এপ্রিল শেষ হবে মেলাটি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেলা। এতে কোন প্রবেশ ফি নেই।