অর্থ-বাণিজ্য ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। আমদানি বাড়ায় মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে ৩ টাকা কমেছে বলে জানিয়েছে সেখানকার ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক অশিত স্যানাল বলেন, চলতি সপ্তাহে পেঁয়াজের আমদানি বেড়েছে। গতকাল শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

দুদিন আগে বন্দরে ৪০ থেকে ৪৩ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকায়। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরো কমবে বলে আশা করছেন তারা।

হিলি স্থলবন্দরের পেয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমছে। ভারতের মোকামগুলোতে নাসিক ও ইন্দোর জাতের নতুন কাঁচা পেয়াজ উঠতে শুরু করেছে। নভেম্বরের শেষের দিকে এসব পেঁয়াজ দেশে আসতে শুরু করবে। তখন দাম ৩০ টাকার নিচে নামতে পারে। কাঁচাপণ্যটি যাতে দ্রুত খালাস করা যায়, বন্দর কর্তৃপক্ষ এ জন্য সবধরনের ব্যবস্থা নিয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ