কোরবানির পশুর কাঁচা চামড়ার
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: এক ফোন কলেই ব্যবসায়ীদের কিনে নেওয়া অবিক্রিত গবাদিপশুর চামড়া কিনে নেবে শিল্প মন্ত্রণালয়।
আজ শিল্প মন্ত্রণালয় ও প্রাণীসম্পদ অধিদপ্তর জানিয়েছে, “গবাদিপশুর চামড়া জাতীয় সম্পদ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। চামড়া শিল্প রক্ষায় কাঁচা চামড়া সংরক্ষণ অতীব জরুরী।
চামড়া ছাড়ানোর ৪-৫ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত লবণ প্রয়োগ করতে হবে (গরু ৭-৮ কেজি ও ছাগল/ভেড়ার ৩-৪ কেজি)। চামড়া ব্যবসায়ীদের লবণ দেয়া চামড়া অবিক্রিত থাকলে শিল্প মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে (০১৭১৬-২২২৯৫২, ০১৭১৫-০০৭৪৪৭, ০১৭৬৮-৮৪৮৭৮৫) যোগাযোগের অনুরোধ করা হলো। তথ্যটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের অনুরোধ করা হলো।”
এগ্রিকেয়ার/এমএইচ