নিজস্ব প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: কুষ্টিয়া ভেড়ামারায় করোনাভাইরাসে ঘরবন্দী ৭শ বেকার শ্রমিককে ধান কাটার জন্য নাটোরের চলনবিল এলাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার পর্যন্ত গত ৫ দিনে এসব শ্রমিককে লিখিত প্রত্যয়নপত্র দিয়েছে উপজেলা প্রশাসন। ধান কাটা শেষেও করোনা দুর্যোগ চললে বিশেষ ব্যবস্থায় ভেড়ামারায় নিয়ে আসা হবে তাদের।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এগ্রিকেয়ার২৪.কম কে জানান,‘ নাটোর জেলা প্রশাসন যখন কোন শ্রমিককে পাঠাচ্ছেন তাদের পরিক্ষা-নিরীক্ষা করে প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে। সামাজিক দুরত্ব গুরুত্বসহকারেই নেওয়া হচ্ছে। দ্রুত ধান কাটা বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। দ্রুত ধান না হলে হাজার-হাজার টন ধান খেতেই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। হাওরের এবং আমাদের চলনবিলে ধান কাটার শ্রমিক প্রাপ্তি অবশ্যই নিশ্চিত করতে হবে।