এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: এ সপ্তাহের (০১ থেকে ৭ এপ্রিল) কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রথমার্ধে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ের দ্বিতীয়ার্ধে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের এবং দেশের অন্যত্র কিছু কিছু স্থানে হাল্কা (৪ থেকে ১০ মি.লি.) থেকে মাঝারি (১১-২২ মি.লি) ধরণের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাতে পারে।

কৃষি আবহাওয়া মহাশাখা কাওসার পারভীন স্বাক্ষরিত আবহাওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত সপ্তাহে দেশের দৈনিক উজ্বল সূর্যকিরণ কালের গড় ৬.০৫ ঘন্টা ছিল। গত সপ্তাহে দেশের দৈনিক বাষ্পীভবনের গড় ৪.০২ মিঃ মিঃ ছিল।