ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ রোববার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ বিভাগ কর্তৃক কৃষি সম্প্রসারণ অধিদফতর ( ডিএই) এর কৃষি কর্মকর্তাদের দুই-মাসব্যাপী এ প্রশিক্ষণ হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালকের ড. শাহজাহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারন পরিচর্যা) ড. মো: আনছার আলী। সভাপতিত্ব করেন ব্রির প্রশিক্ষণ বিভাগের প্রধান ড. মো: ইসলাম উদ্দিন মোল্লা।

উপস্থাপনা করেন ব্রির প্রশিক্ষণ বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনাজ পারভীন। ছবি ও তথ্য: ব্রি’র ফটোগ্রাফার মাসুম রানা।