এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: গাইবান্ধার মদিনা সিডের একটি গুদাম থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯০০ বস্তা মেয়াদোত্তীর্ণ ভারতীয় পাটবীজ জব্দ করা হয়েছে। এ সময় মদিনা সিডসের স্বত্বাধিকারী আবদুল মমিনের ভাই আবদুল মুকুলকে আটক করা হয়।
গত শনিবার (৩১ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরে গরুহাটি-সংলগ্ন মদিনা সিডস এর গুদাম থেকে ওই পরিমাণ পাটবীজ জব্দ করা হয়।
গোপন খবরের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকারের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়ান দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক রেজা ও গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমানের ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আবদুল মুকুল ভারতীয় বিভিন্ন কোম্পানির মজুদকৃত পাটবীজের আমদানির বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।
বিজিবি সূত্র জানায়, চলতি পাট বপন মৌসুমে খুচরা ও পাইকারি বিক্রির উদ্দেশ্যে মদিনা সিডের মালিক আবদুল মমিন মণ্ডল মেয়াদোত্তীর্ণ এসব পাটবীজ গোডাউনে মজুদ করেন। গোপন খবরে অভিযান চালিয়ে গোডাউন থেকে ৯০০ বস্তা মেয়াদোত্তীর্ণ পাটবীজ জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে বীজ রয়েছে। সূত্র: বণিক বার্তা।