নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরণের সময় বাঘের আক্রমণে মো. আবুল কালাম (৪৫) নামের এক বাওয়ালি নিহত হয়েছেন।

গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এগ্রিকেয়ার২৪.কমকে জানান, আবুল কালাম ও তার সঙ্গীরা গত ২৮ ফেব্রুয়ারি ২৭ দিনের পাস নিয়ে নওয়াবেকীর আজিজ মেম্বারের নৌকায় গোলপাতা আহরণে সুন্দরবনে যায় ।

গত মঙ্গলবার বিকেলে পায়রাটুনি খালে গোলপাতা কাটার সময় তাকে বাঘে আক্রমণ করে নিয়ে যায়। পরে অন্য বাওয়ালিরা দলবদ্ধ হয়ে বাঘের কাছ থেকে তার মৃতদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে বলে জানান এই কর্মকর্তা।

এগ্রিকেয়ার/এমএইচ