সুরাইয়া ইসলাম নিসাত, এগ্রিকেয়ার২৪.কম: এটি গুল্ম জাতীয় ফুল গাছ। লান্টানা, পুটুস, ছত্রা নামে পরিচিত। এর আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ ও ভারতসহ সর্বত্রই পাওয়া যায়। এটি বাংলাদেশে লান্টানা, ভারতে পুটুস, মালয়েশিয়ায় Big- Sage নামে পরিচিত।

গাছের পাতা সবুজ, কিনারা খাঁজকাটা,গাছের উচ্চতা সাড়ে তিন থেকে পাঁচফুট হয়ে থাকে। বর্ষা মৌসুম ছাড়া অন্য মৌসুমেও এ ফুল ফুটতে দেখা যায়। পাঁপড়ি পাঁচটি।পরিপূর্ণ ফোটার পর ফুল গুলো রং বদলায়। তাই একই গাছে হলুদ, লাল,কমলা,হালকা বেগুনী রং এর ফুল দেখা যায়।

এ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম : Lantana Camara এবং Verbenaceae পরিবারের সদস্য।

ঔষধী গুণাগুণ:
(১) ভেষজ গুণে গুণান্বিত ফুলগাছ চর্মরোগ ও জ্বর নিরাময়ে বেশ উপকারী।
(২) এর পাতার নির্যাস উদ্ভিদের ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমনে কার্যকর।
(৩) লেপোসি,র্যাবিস, চিকেন পক্স,মিজেলস, আলসার ও অজানা রোগের প্রতিষেধক হিসেবে এর পাতা হারবাল ঔষুধ হিসেবে ব্যবহৃত হয়।

চর্মরোগ ও জ্বর নিরাময়ে লান্টানা শিরোনামে লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম নিসাত।