নওগাঁ থেকে ফিরে মেহেদী হাসান, এগ্রিকেয়ার২৪.কম: আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ছাড়িয়ে আম উৎপাদনে শীর্ষস্থানে অবস্থান করছে নওগাঁ জেলা। জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এলাকাসহ জেলার অন্যান্য উপজেলাগুলোতে বিভিন্ন জাতের সুমিষ্ট আম উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এলাকায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আমবাগান রয়েছে। প্রতিবছর নতুন আম বাগানের সংখ্যা বাড়ছে। প্রতিটি উপজেলায় ২ থেকে ৩ হাজার হেক্টর জমিতে আমবাগান হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এসব এলাকায় পুরোপুরি আমচাষে ঝুঁকবেন স্থানীয়রা।

নওগাঁ জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আবদুল মান্নান মিয়া এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, নওগাঁ জেলা থেকে সারাদেশে প্রায় ৩ লাখ মেটিকটন আম দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলাকে আম উৎপাদনে ছাড়িয়ে গেছে নওগাঁ।
বিদেশে আম রপ্তানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনার সময়ে বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে কিছু বলা যাচ্ছেনা। সরকারের বিষয় সেটা। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে নায্যমূল্য পান, দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারেন সে ব্যবস্থা করছি। আম পাড়ার ক্ষেত্রে পুরোপুরি রেসপন্স আসেনি তাই পাইকারি বাজার সেভাবে হয়নি। তিন জেলা মিলে আম সংরক্ষণাগার এবং গবেষণাহগার করার বিষয়ে কথা হয়েছে।

জানা গেছে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ হতে ২ লাখ মেট্রিকটন আম ও রাজশাহী জেলা হতে ১ লাখ মেট্রিকটন আম উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে । অপরদিকে শুধু নওগাঁ জেলা থেকে এবারে ৩ লাখ মেট্রিকটন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।