নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর চারঘাটে মৌসুমী শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে দেশী শিম, মুলা, ডাঁটা শাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন: নওগাঁর পত্নীতলায় মৌসুমী শাক-সবজির বীজ বিতরণ

বুধবার (০৪ নভেম্বর ২০২০) বিকেলে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের পান্নাপাড়া গ্রামে মৌসুমী এসব সবজি বীজ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির এম্বাসেডর সাইফুল ইসলাম বাদশা।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভায়ালক্ষীপুর ইউপি সদস্য আকসেদ আলী, পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলীসহ স্থানীয় অরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ চারঘাটের ইউসি আশরাফুল ইসলাম সরকার।

আরও পড়ুন: সাপাহারে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

পান্নাপাড়া গ্রাম উন্নয়ন দলের সদস্যদের হাতে ২০ প্যাকেট বীজ বিতরণের জন্য তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা। প্যাকেটে সাত প্রকার বীজ (দেশী শিম, মুলা, ডাঁটা শাক, শসা, দেশী লাউ, পুঁইশাক, লাল শাক) মৌসুমী-শাক সবজি বীজ বিতরণ করা হয়।

এগ্রিকেয়ার / এমবি