চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর চারঘাটে ২৫ জন মৎস্যজীবী পরিবারের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত ১৭ জন মৎস্যজীবীকে ভ্যান ও ৮ জন মৎস্যজীবী’র স্ত্রীকে সেলাই মেশিন দেয়া হয়।

আয়োজিত ভ্যান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, জেলা মৎস কর্মকর্তা অলোক কুমার সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিতে হবে। করোনাকালীন সময়ে ভ্যান ও সেলাই মেশিন দিয়ে অসহায় এই জেলে পরিবার গুলো ভ্যান ও সেলাই মেশিনে কাজ করে আয় করতে পারবে। এ সময় জেলেদের সকল প্রকার সরকারী নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়।

এগ্রিকেয়ার/এমএইচ