এ শিল্পের গুরুত্বপূর্ণ এ্যামোনিয়া গ্যাস সংকট সৃষ্টি হওয়ার সুযোগ নিয়ে ডিস্ট্রিবিউটররা এর দামও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনসহ মাছ কোম্পানি মালিক পক্ষ বলছেন ডিস্ট্রিবিউটররা এ্যামোনিয়া গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে এ গ্যাসের দাম বৃদ্ধি করে দিয়েছে। ফলে চিংড়ি প্রসেসিং শিল্পে নিয়োজিতরা এ গ্যাস কিনতে একদিকে যেমন হিমশিম খাচ্ছেন, অন্যদিকে আর্থিকভাবে হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এভাবে চলতে থাকলে যেকোনো সময়ে চিংড়ি মাছ প্রসেসিং কোম্পানিগুলো বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি করেছে এ্যামোনিয়া গ্যাস বিক্রির সিন্ডিকেট। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোটার্স এসোসিয়েশন ও মাছ কোম্পানিগুলো। তাদের মতে মানবদেহে যেমন রক্তের প্রয়োজন, ঠিক তেমনি মাছ কোম্পানিতে চিংড়ি প্রসেসিং কাজে এ্যামোনিয়া গ্যাসের প্রয়োজন। এক কথায়, এ্যামোনিয়া গ্যাস ছাড়া মাছ কোম্পানি ও বরফ কলগুলো প্রায় অচল।