আব্দ আল বায়েস, এগ্রিকেয়ার২৪.কম: চিরকালের তিতা বলে হয়তো বাংলায় এর নাম চিরতা।এ গাছের সব অংশ ই রোগ নিরাময়ে সাহায্য করে। তবে এর শেকড় সবচেয়ে বেশি কার্যকর। চিরতা বর্ষজীবী উদ্ভিদ।এর উচ্চতা প্রায় দেড় মিটার।পাতা কমবেশি ১০ সেন্টিমিটার দীর্ঘ। পাতার অগ্ৰভাগ সূঁচালো। ফুল বৃন্তহীন এবং জোড়ায় জোড়ায় বিপরীত মুখী হয়ে ফোটে।চিরতার রসের নানান উপকারিতা রয়েছে।
স্থানীয় নাম: চিরতা
বৈজ্ঞানিক নাম: Swertia perennis
ঔষধি গুণ:
১. ঋতু পরিবর্তনের সময় জ্বর , সর্দিকাশি সারাতে সাহায্য করে।
২. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
৩. এলার্জির সমস্যা হলে চিরতার রস খুবই উপকারী।
৪. চিরতার রস বমি কমাতে সাহায্য করে।
৫. কৃমির উপদ্রব দূর করে।
৬. চুল পড়া বন্ধ করে।
৭. প্রবল হাঁপানি রোগীর জন্য চিরতার রস খুবই উপকারী।
৮. রক্তশূন্যতায় চিরতা খুবই উপকারী।
৯. চুলকানি ভালো করে।
১০. অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।
১১. এর শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়।
নয়নতারার নানান ঔষধি গুণ শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ গণিত বিভাগের শিক্ষার্থী আব্দ আল বায়েস 

উল্লেখ্য, রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু