রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চেখে দেখুন ডিমের কোরমা। ডিমের নানা পদের মধ্যে ডিমের কোরমা বেশ মজাদার। তাই চটপট বানিয়ে ফেলুন ডিমের কোরমা।

উপকরণঃ
সিদ্ধ ডিম ৬টি, নারিকেলের দুধ ২ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, পাপরিকা-গুঁড়া ১ টেবিল-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ আধা কাপ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।

প্রণালীঃ

প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা লাল হলে আদা ও রসুনবাটা দিয়ে একটু ভেজে ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিন।কিছুক্ষণ পর নারিকেলের দুধ বাদে বাকি সব উপকরণ দিয়ে ভাজতে থাকুন। এবার নারিকেলের দুধ দিয়ে দিন।ডিমের ঝোল কমে গেলে তেলের উপর উঠে আসলে চুলা বন্ধ করুন।

পুষ্টিকর খাদ্য দুধ দিয়ে এরকম আরও অনেক সুস্বাদু খাবার বাসায় বসেই প্রস্তুত করা সম্ভব। রেসিপি, আবহাওয়া, ফসল, প্রাণিসহ বিভিন্ন তথ্য পেতে ভিজিট করুন Agricare24.com ও ইউটিউব চ্যানেল Agricare24।

এগ্রিকেয়ার/এমএইচ