নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার ক্যাটাগরিতে জাতীয় আইসিটি পুরস্কার পেলো কৃষি তথ্য সার্ভিস (এআইএস)। কৃষিতে খাতে অনবদ্য অবদান রাখার কারণে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০২০’ এ পুরস্কার দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি সময় উপযোগী ও প্রযুক্তিগত কৃষি তথ্য সরবরাহ করে থাকে।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর, ২০২০) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ সম্মানজনক এ পুরস্কার দেয়া হয়। ডিজিটাল ওয়ার্ল্ড এর সমাপনী অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী এ পুরস্কার গ্রহণ করেন।

অনলাইনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির।

কোভিড-১৯ পরিস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ৩ দিনব্যাপী তথ্য-প্রযুক্তিভিত্তিক উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’অনুষ্ঠিত হয়। ৭ম বারের মতো অনুষ্ঠিত এ আসরের প্রতিপাদ্য ছিল ‘Socially Distanced, Digitally Connected’।

জাতীয় আইসিটি পুরস্কার পেলো কৃষি তথ্য সার্ভিস সংবাদের তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছেন এআইএস।

এগ্রিকেয়ার/এমএইচ