নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকার আব্দুল আওয়াল খান জিন্নাত। গত এপ্রিলে নেত্রকোনার সরকারি হাঁসের ফার্ম থেকে ১ হাজার ২৫টি বেইজিং জাতের হাঁসের বাচ্চা নিয়ে এসে খামার গড়ে তোলেন। সম্প্রতি অজ্ঞাত রোগে খামারের সব হাঁস মারা যায়।

বেকারত্ব দূর করার স্বপ্ন নিয়ে হাঁসের খামার শুরু করলেও সেই স্বপ্ন ভেঙ্গে গেছে এই তরুণ উদ্যোক্তার। অজ্ঞাত রোগে ৮শ’ হাঁসের মৃত্যুতে ক্ষতি হয়েছে ৪ লাখ টাকা। এমনটিই জানিয়েছেন জিন্নাত।

জিন্নাত জানান, রোববার রাতে ৩-৪টি হাঁস অসুস্থ হয়ে মারা যায়। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলিমের পরামর্শে ঔষধ খাওয়ালেও কোন কাজ হয়নি। পরবর্তীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে হাঁসগুলো একে একে মারা যেতে শুরু করে।

তিনি আরও বলেন, অনেক স্বপ্ন আশা নিয়ে হাঁসের খামার শুরু করলেও হাঁসগুলো মারা যাওয়ায় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। হাঁসগুলোর মৃত্যুতে আমার চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ছানোয়ার হোসেন এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, হাঁস মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। হাঁসগুলো কি কারণে মারা গেছে তা জানা যায় নি। সরেজমিনে গেলে বিষয়টি বিস্তারিত জানা যাবে।

 

এগ্রিকেয়ার/এমএইচ